Print Date & Time : 19 August 2025 Tuesday 1:35 am

ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকার সয়াবিন তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম এখনও বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজার এবং ডলারের মূল্য বৃদ্ধি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হিসাবে-নিকাশ করেই ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে।’ গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বলেন। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

ডিমের বাজারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে ডিম আমদানি করা হতে পারে।’ টিপু মুনশি বলেন, ‘টিসিবির পণ্য বিতরণ এবং সুবিধাভোগীদের তালিকাভুক্তির বিষয়ে টিআইবির প্রতিবেদন শতভাগ সঠিক নয়। তাদের হিসাবে গরমিল আছে।’ তিনি বলেন, ‘সারাদেশে এক কোটি সুবিধাভোগীকে টিসিবির পণ্য দেয়া হবে। প্রায় পুরো দেশের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা শহরের সাড়ে চার লাখের তালিকা এখনও বাদ রয়েছে। তবে কাজ চলছে।’

মন্ত্রী বলেন, ‘তালিকাভুক্তির বিষয়ে অনিয়মের অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করছি না। তবে এই অনিয়ম সর্বোচ্চ পাঁচ শতাংশ হতে পারে। আমরা তাও সংশোধনের চেষ্টা করছি।’

টিপু মুনশি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার কারণে প্রতি কেজি চালের দাম সর্বোচ্চ ৫০ পয়সা বাড়তে পারে। অথচ চালের দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা। এটা অস্বাভাবিক। মানুষের কষ্ট হচ্ছে, এটি আমরা বুঝি। আমাদের কিছুটা সময় দিন, পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। সুযোগ যখন পায়, ব্যবসায়ীরা সে সুযোগ নেয় এটি তার প্রমাণ।’