Print Date & Time : 27 August 2025 Wednesday 9:49 pm

ভোলায় চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

প্রতিনিধি, ভোলা : ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালের দিকে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। হরতাল ঘিরে ভোলা শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরতালে রিকশা, অটোরিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন বন্ধ রয়েছে। তবে সড়কে হরতালকারীদের পক্ষ থেকে পিকেটিং করতে দেখা যায়নি। বিএনপির জেলা কার্যালয়ের সামনে অল্প কিছুসংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন।

সম্প্রতি কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় লাইফ সাপোর্টে থাকা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর পর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।