মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে ভোলা সদরে অবস্থিত তফসিলি ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সম্প্রতি ভোলা শহরের প্যাপিলন হোটেলে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোলার লিড ব্যাংক হিসেবে মার্কেন্টাইল ব্যাংক অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করে। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস। বিজ্ঞপ্তি
