শেয়ার বিজ ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ১৭ জেলেকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সদর ইউএনও মৃধা মুজাহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। খবর বিডিনিউজ।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইউএনওর নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালায়।