Print Date & Time : 7 August 2025 Thursday 11:36 am

ভ্যাকসিন নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে ভ্যাকসিন নেয়ার পরও সকলকে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের পঞ্চম কার্যদিবসের কার্যক্রমে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী এসময় জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় বলেন, এই সংসদে আমরা সবচেয়ে বেশি সংসদ সদস্যকে হারিয়েছি যা কখনই হয়নি। এটা সত্যিই অনেক দুঃখজনক।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি মূহূর্তে প্রতি দিন আমরা এমন শোক সংবাদ নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখুক। বিশেষ করে করোনাকালীন সময়ে সবাই যেন স্বাস্থ্য বিধি মেনে চলে এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব তারাও সুস্থ থাকুক এবং সচেতনতা বজায় রাখুক।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় সংসদ সদস্যরা মাসুদা এম রশীদ চৌধুরীর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।