Print Date & Time : 8 July 2025 Tuesday 12:11 pm

ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রাশিয়া, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধে হামলা চালাতে রুশ সামরিক বাহিনী নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আগ্রাসন শুরুর পঞ্চম দিনে ইউক্রেনে নিষিদ্ধ এই অস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। মঙ্গলবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

গণমাধ্যম দুটি খবরে জানা যায়, স্থানীয় সময় সোমবার মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভা সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনে হামলা চালাতে তারা (রাশিয়া) আজ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। যদিও জেনেভা কনভেনশনের মাধ্যমে এই বোমার ব্যবহার নিষিদ্ধ।’

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চালাতে চাইছে তা অনেক বড়। অবশ্য নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করে হামলা চালানোর বিষয়ে ইউক্রেনের এই অভিযোগ যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

ভ্যাকুয়াম বোমায় বা থার্মোবারিক অস্ত্রগুলোতে প্রচলিত গোলাবারুদ ব্যবহার করা হয় না। উচ্চ-তাপমাত্রার অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ এবং চাপ তরঙ্গ তৈরি করতে থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমাগুলো সাধারণত বায়ু থেকে অক্সিজেন টেনে নেয়।

প্রকৃতপক্ষে এই ধরনের অস্ত্রগুলোর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট তরঙ্গ প্রচলিত অন্য ঘনীভূত বিস্ফোরকের তুলনায় উল্লেখযোগ্যভাবে দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, রুশ প্রজাতন্ত্র চেচনিয়ায় এর আগে এই ধরনের অস্ত্রের ব্যবহার দেখা গেছে। এছাড়া গত শনিবার রাশিয়ার বেলগোরোড শহরের কাছে একটি থার্মোবারিক রকেট লঞ্চার দেখার খবর জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।