Print Date & Time : 2 August 2025 Saturday 5:39 am

ভ্যাট ফাঁকি: ট্রাক ভর্তি সোনালী ব্যান্ডের মশার কয়েল আটক

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট ফাঁকির অভিযোগে সোনালী ব্যান্ডের মশার কয়েল ভর্তি একটি ট্রাক আটক করেছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দার টহল দল সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ভ্যাট ফাঁকি দিয়ে মশার কয়েল পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটক করেছে। আটক ট্রাকটি মিজিমিজির শারমিন কেমিকেল ওয়ার্কসের কারখানা থেকে রাতে কুমিল্লার দিকে রওয়ানা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল রাতেই মিজিমিজি এলাকায় ট্রাকের গতিরোধ করে কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে বহনকৃত পণ্যের ভ্যাট না দিয়ে কারখানা থেকে বের করা হয়েছে। আটক ট্রাকের নম্বর ঢাকা মেট্রো শ ১১-১৩৪৪। এই ট্রাকে শারমিন কেমিকেল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল পরিবহন করা হয়। ট্রাকে একটা ভুয়া ভ্যাট চালান সাথে ছিল।

আটক ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে। একইসঙ্গে পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও ভ্যাট গোয়েন্দার দল এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা করেছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

###