Print Date & Time : 27 August 2025 Wednesday 8:46 pm

ভ্যাট ১৫ শতাংশই থাকছে: অর্থমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবারের বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের হার ১৫ শতাংশই হবে। ১৫ শতাংশ থেকে কমানো হবে না। কারণ শুরু থেকেই এটা আছে। তবে অনেককে ভ্যাটের আওতা থেকে বের করে নিয়ে আসা হবে বলে জানান তিনি।

গতকাল শনিবার সচিবালয়ে আসন্ন বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ভ্যাট ১৫ শতাংশ থেকে কমালে সামান্য কমাতাম, কিন্তু সেখানে অনেক সমস্যা হতো। উল্লেখ্য, এর আগে তিনি ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

বাজেটের আকার কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট চার লাখ কোটি টাকার চেয়ে কিছুটা বেশি হবে। নির্দিষ্ট অঙ্কটা বলছি না। মানবসম্পদে আগের চেয়ে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে ও বরাদ্দ বাড়ানো হচ্ছে। কৃষি খাতের বরাদ্দ আগের মতোই থাকছে।

মন্ত্রী বলেন, এ সরকারের অন্যতম কৃতিত্ব হচ্ছে ৯৫ হাজার কোটি টাকা থেকে বাজেটকে চার লাখ কোটি টাকার বেশিতে নিয়ে যাওয়া। এর পরের বাজেট পাঁচ লাখ কোটি টাকার মতো হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী ১ জুন সংসদের বাজেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। এরই মধ্যে এ বিষয়ে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে অর্থমন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দফতর ও সংস্থা।