Print Date & Time : 10 September 2025 Wednesday 7:25 pm

ভ্যান চালক হত্যায় খুণীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধি, গাংনী(মেহেরপুর) : মেহেরপুরের গাংনীর করমদি গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান হত্যাকান্ডের ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার সকালে মামলাটি করেন আতিয়ার রহমানের স্ত্রী জুলেখা খাতুন। মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়। এদিকে হত্যাকা জড়িতদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার দেবীপুর বাজারে এ মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে আতিয়ার রহমান হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন ভ্যান চালক আতিয়ার রহমান। পরদিন রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশের একটি কলা বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।