Print Date & Time : 7 July 2025 Monday 2:44 am

ভ্রমণের আগে জানা প্রয়োজন

বেড়াতে কার না ভালো লাগে! ঘোরাঘুরি আমাদের সতেজ করে, পাশাপাশি জানা যায় বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য সম্পর্কেও। তবে ভ্রমণের আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরিÑ

 

পরিকল্পনা করুন

ভ্রমণের প্রস্তুতিতে তাড়াহুড়া এড়াতে ও সময় বাঁচাতে পূর্বপরিকল্পনা থাকা ভালো। একই সঙ্গে প্রস্তুতি থাকতে হবে সবরকম পরিস্থিতি মোকাবিলার; যদিও সবসময় পরিকল্পনা অনুযায়ী সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। তবু সুন্দর পরিকল্পনা ভ্রমণ উপভোগ্য করে তোলে।

 

বুকিং দিয়ে রাখুন হোটেল

ভ্রমণের সময় পর্যটন স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অথবা যাওয়ার আগেই থাকার ব্যবস্থা নির্দিষ্ট করে রাখুন। হোটেলের ঠিকানা, ভাড়াসহ আনুষঙ্গিক খরচের পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিয়ে বুকিং নিশ্চিত করুন।

 

খরচ সীমিত করুন

ভ্রমণে কতো টাকা খরচ হতে পারে, তার হিসাব কষুন। একই সঙ্গে ভ্রমণের স্থানগুলোতে অতিরিক্ত কোনো খরচ আছে কি না, তার খোঁজখবর নিয়ে ভ্রমণবাজেট তৈরি করুন।

 

ঠিক করে রাখুন খাবারের মেনু

সচরাচর পর্যটন স্থানগুলোর আশপাশের হোটেলগুলোতে হরেকরকম খাবার পাওয়া যায়। নানা অঞ্চলের বিখ্যাত খাবারগুলো পর্যটন স্থানগুলোতে কমবেশি পাওয়া যায়। খাবারগুলো কিছুটা দামি হতে পারে। সুতরাং আগেভাগে এসব খাবারের খোঁজ রাখতে পারেন।