ভ্রমণের দুয়ার খুলছে বান্দরবানে দেবতাখুম

প্রতিনিধি, বান্দরবান: দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাকুম পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে জেলার থানচি ও রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে পর্যটনকেন্দ্র দেবতাখুম । পর্যটকদের নিরাপত্তা জন্য সার্বক্ষণিক মাঠে থাকবে ট্যুরিস্ট পুলিশ।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দেবতাখুম।পরিস্থিতি স্বাভাবিক থাকলে বন্ধ থাকা অন্যান্য স্থানগুলোও খুলে দেওয়া হতে পারে বলে।

উল্লেখ্য, এর আগে সবর্শেষ গত বছরের পাহাড়ে যৌথবাহিনীর কুকি-চিন সন্ত্রাসীর বিরোধী অভিযান করলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন প্রশাসন। নিষেধাজ্ঞার পর পর্যটক শূন্য হয়ে পড়ে পার্বত্যের পাহাড়ীকন্যা বান্দরবান। পর্যটক শূন্য থাকায় জেলার পর্যটন শিল্প থমকে যায়। যার কারণে কর্মহীন হয়ে পড়ে হোটেল মোটেলের কর্মচারী, বোট চালক, টুরিস্ট গাইডসহ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত হাজারো মানুষ।