ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি

শেয়ার বিজ ডেস্ক:ইউরোপের পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে দেশটিতে প্রায় তিন মাস পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গ্রীষ্মের শুরু থেকেই পর্যটনশিল্পকে চাঙা করতেই এ পদক্ষেপ  নেওয়া হয়েছে। খবর: রয়টার্স।

গত ডিসেম্বরে চীনের উহানে করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে প্রাদুর্ভাব ঘটে এ ভাইরাসের। সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

ইতালিতে রীতিমতো তাøব চালিয়েছে করোনা।