Print Date & Time : 14 September 2025 Sunday 3:49 am

ভ্রুমের সঙ্গে পুনরায় কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করল ইবিএল

অটোমোবিল সংক্রান্ত ওয়ান-স্টপ সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান ভ্রুম সার্ভিসেসের সঙ্গে পুনরায় কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে সম্প্রতি ইবিএল-ভ্রুম কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের পুনঃউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্রুম সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান জিয়া চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসান হাবীব, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন প্রমুখ।

ইবিএল-ভ্রুম কো-ব্র্যান্ড কার্ডধারীরা বিভিন্ন ওয়ার্কশপে নানাবিধ সুবিধা ভোগ করবেন, যার মধ্যে রয়েছে বিনামূল্যে একটি কার হেলথ চেকআপসহ নানা সেবা। বিজ্ঞপ্তি