ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের বাবা মকফর উদ্দীন সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কবর জিয়ারত, দোয়া মাহফিল, ত্রাণ বিতরণ ও গণভোজ অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জে জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার, সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার, জেফরি সিকদার, শন হক সিকদার, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং সিকদার গ্রুপের সিওও সৈয়দ কামরুল ইসলাম মোহন। বিজ্ঞপ্তি
