Print Date & Time : 27 August 2025 Wednesday 7:04 am

মঙ্গলবার দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৯ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে মিডল্যান্ড ব্যাংক এর।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯.০৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইন্সুরেন্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৭.৫৮ শতাংশ।
আর ২ টাকা ৩০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনারগাঁও টেক্সটাইল।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ফাইন্যান্স ৬.৪২ শতাংশ,অলটেক্স ইন্ডাস্ট্রিজ ৬.০৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজ ৪.৯১ শতাংশ, জিল বাংলা ৪.৮৩ শতাংশ,শাশা ডেনিমস ৪.৬৯ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৪.৪৮ শতাংশ এবং ভিএফএস থ্রেড ৪.৪১ শতাংশ কমেছে।
এসএস//