নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৬ কোটি ০৫ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-লাভেলো আইসক্রীম ও ফাইন ফুডস। আজ এই দুই কোম্পানির মোট লেনদেন হয়েছে ২১ কোটি ২১ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের। এদিন কোম্পানিটির ১৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এরপর লেনদেন হয়েছে ফাইন ফুডস ১ কোটি ৪০ লাখ টাকার ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- উত্তরা ব্যাংক ১ কোটি ৩৭ লাখ টাকার, গ্রামীনফোন ১ কোটি ২৬ লাখ টাকার এবং সিটি জেনারেল ইন্সুরেন্স ১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।