Print Date & Time : 28 August 2025 Thursday 12:56 pm

মঙ্গলবার ব্লক মার্কেটে ১১ কোটি টাকারও বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ফাইন ফুডস, এনসিসি ব্যাংক , ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইএফআইসি ব্যাংক এবং আইটি কনসালট্যান্টস। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনসিসি ব্যাংক ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংক ৯১ লাখ এবং আইটি কনসালট্যান্টস ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।