Print Date & Time : 27 August 2025 Wednesday 8:49 pm

মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৬ মে ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি । আজ কোম্পানিটির ৫৫ কোটি ২২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকার।

২০ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উত্তরা ব্যাংক , কেডিএস এক্সেসরিস্‌ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।