Print Date & Time : 30 August 2025 Saturday 10:08 am

মজুরি বৃদ্ধির দাবীতে শেরপুরে স্থলবন্দর শ্রমিকদের মানববন্ধন

প্রতিনিধি, শেরপুর : শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও অনির্দিষ্ঠকালের জন্য কর্মবিরতি পালন করছে লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’।

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ এর কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় মানববন্ধন শেষে বন্দরে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে সবধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু বাড়েনি নাকুগাঁও বন্দরে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের শ্রমের মূল্য। বেশ কিছুদিন যাবত দফায় দফায় পত্র চালাচালির পর মালিক পক্ষের সাথে বৈঠককরেও এর সুরাহা মেলেনি।

সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত মালিক সমিতি সময় নেয়। কিন্তু ওই সময় পার হয়ে গেলেও তারা কোন প্রকার সুরাহা দেননি। শ্রমিকদের দাবী, প্রতি সিএফটি পাথর লোড করতে যেখানে ৩ টাকা করে দেওয়া হয়তাদের সেখানে এক টাকা বাড়িয়ে ৪ টাকা দেওয়া হোক এমনটাই বললেন বন্দরের সভাপতি সম্পাদক ।