শোবিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে চলছে বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স-২০১৯’। বিভিন্ন লড়াই আর পর্বে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রতিযোগীরা। এতে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা। মঞ্চে নিজের দেশকে উপস্থাপন করতে ব্যতিক্রমী এক পোশাক পরেছেন তিনি। ‘মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম’ নামের এ পর্বে শিলার পরনে ছিল লাল জামদানি ও বাংলাদেশি গহনা। আর মাথায় তিনি ব্যবহার করেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশার হুড। এমন সাজ প্রসঙ্গে শিলা বলেন, এ পর্বে র্যাম্প আয়োজনটি হয়েছে নিজের দেশ ও সংস্কৃতি তুলে ধরার জন্য। এখানে আমি আমাদের ঐতিহ্য জামদানি শাড়ি ও গহনা পরেছি। আর আমাদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরতে রিকশার হুড ব্যবহার করেছি। যেখানে আছে আমাদের ৪০০ বছরের বাঙালির ইতিহাস, পয়লা বৈশাখ, রয়েল বেঙ্গল টাইগার ও আমাদের সংস্কৃতির নানা শক্তি।
