Print Date & Time : 13 August 2025 Wednesday 9:07 pm

মডেল হলেন সামিনা বাসার

শোবিজ ডেস্ক: দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় নাম লেখান অভিনেত্রী সামিনা বাসার। স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এবার তিনি মডেল হলেন। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন সামিনা। সম্প্রতি তিনি প্রসাধনী পণ্যের একটি কাজ করেছেন। রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে বিজ্ঞাপনটি দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নতুন কাজ নিয়ে সামিনা বলেন, ভিন্ন ধারার কাজ করলাম। এটি গল্পনির্ভর একটি বিজ্ঞাপনচিত্র। কাজটি করে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে। প্রসঙ্গত, সামিনা বাসার ‘অপারশেন সুন্দরবন’ সিনেমায় মনোজ প্রামাণিকের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন। এছাড়া অপূর্ব রানা পরিচালিত একটি সনিমোর কাজ শুরু করেছেন তিনি। সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণও সম্পন্ন হয়ছে। বাকি অংশের শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।