প্রতিনিধি, সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুরে জেল-জরিমানার মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কতৃপক্ষ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে গতকার রোববার এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে মদনপুর বাসস্ট্যান্ডে ভাই ভাই হোটেল, আজমেরী হোটেল, চাচা ভাতিজা হোটেলকে জরিমানা করা হয়। আল মদিনা হোটেল মালিক ও কর্মচারী পলাতক ছিলেন। তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
এ সময় নিরালা-২ হোটেলের কর্মচারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ইস্ট টাউন আবাসিক প্রকল্পে আনুমানিক ২৫ আবাসিক চুলা এবং ৩০০ ফিট এমএস ও জিআই পাইপ ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে পাঁচটি কম্প্রেসার মেশিন ও ১১টি স্টার বার্নার জব্দসহ বেশকিছু অবৈধ বিতরণ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
একে