প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের চাপায় রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার মুক্তিযোদ্ধা অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে আজাহার আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমা বেগম তার স্বামী আজাহার আলীর সঙ্গে মোটরসাইকেলে গোপালপুর উপজেলায় এক আত্মীয়র মৃত্যুবার্ষিকীর দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন। তারা মধুপুরের মুক্তিযোদ্ধা অফিসের কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেল রহিমাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় জেন্ট্রি ফার্মাসিউটিক্যালের কাভার্ডভ্যান রহিমাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মধুপুর থানার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রহিমা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।