মধুমেলায় রাকাবের ২২০ কোটি টাকা বকেয়া ঋণ আদায়

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সব শাখায় মঙ্গলবার একযোগে ‘মধুমাস ১৪২৬’ উদ্যাপন ও মধুমেলা উপলক্ষে ঋণ আদায় মহাক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। আয়োজিত এ মেলায় প্রায় ২২০ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করা হয়, যেখানে শ্রেণিকৃত ঋণ থেকে আদায়ের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা, পুনঃতফসিলকৃত ঋণ ১৩ কোটি টাকা এবং অন্যান্য বকেয়া ঋণ ১৬৭ কোটি টাকা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাকাব।
গত বছরের একই সময়ের তুলনায় এবারের মধুমেলায় প্রায় ৯২ কোটি টাকা বেশি বকেয়া ঋণ আদায় করা হয়। এর মধ্যে রাজশাহী বিভাগে ১১৫ কোটি, রংপুর বিভাগে ১০৪ কোটি এবং স্থানীয় মুখ্য কার্যালয়ে এক কোটি টাকা ঋণ আদায় হয়। মধুমেলায় বকেয়া ঋণ আদায়ের পাশাপাশি ১৫৩ কোটি টাকা ঋণ বিতরণসহ বিভিন্ন হিসাবের মাধ্যমে ২৭ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়।
শাখা পর্যায়ে অনুষ্ঠিত এ ঋণ আদায় মহাক্যাম্পে বিভিন্ন শাখায় উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ বিভিন্ন জোনের জোনাল ব্যবস্থাপকরা। এ সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি