Print Date & Time : 26 July 2025 Saturday 6:49 pm

মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতেবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার পর এ ঘটনা ঘটে।

নিউ মার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন জানান, রোববার সকালে সেখানে পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা ধারণা করছি ক্যাম্পাসে দুই পক্ষের বিবাদমান ঘটনায় এটি হয়ে থাকতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখে ব্যবস্থা নেবেন।

এর আগে গেল ২৬ ডিসেম্বর সকালে মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল পাওয়ার পর তাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।