Print Date & Time : 27 August 2025 Wednesday 10:18 pm

মধ্যরাতে লাকি আক্তারের বিরুদ্ধে তার নিজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রতিনিধি, জবি: গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ স্লোগানকন্যা খ্যাত লাকি আক্তারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন তার নিজ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষার্থী। এসময় তারা লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে তুলেন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ২ঘটিকায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরান ঢাকর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুণরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে।

এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘খুনি হাসিনার দোসরেরা, হুশিয়ার সাবধান’, ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’, ‘চব্বিশের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’, ‘বিচার বিচার বিচার চাই, শাহ বাহবাগিদের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী মো. রিয়াজুল ইসলাম ও জুলাই বিপ্লবের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. নুর নবী বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন, আমার একসাগর রক্ত ও হাজার মানুষের জীবন ও পঙ্গুত্বের বিনিমেয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা ধুলোর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য ভারতীয় হায়না বাহিনী আবার লেলিয়ে দেওয়া হয়েছে। ২০১৩ সালে যেসকল নেড়ি কুকুরের দল শাহবাগে ঘেউ ঘেউ করেছিল আমরা তাদের ঘেউ আমরা শুনতে পাচ্ছি। কুখ্যাত লাকি সহ যারা সেসময় সন্ত্রাসী কর্মকান্ড করেছিলো আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি। আমরা পরিস্কারভাবে বলে দিচ্ছি, আবার যদি আপনারা সন্ত্রাসী কর্মকান্ড করেন, আবার যদি দেশকে অস্থিতিশীল করতে চান, আবার যদি এদেশের আলেমদের নিয়ে ষড়যন্ত্র করেন তাহলে আবার জুলাই বিপ্লব হবে।

তারা আরও বলেন, কখনো লাকী বেশে, কখনো আওয়ামী লীগ বেশে বা অন্য কোন রূপে ভারতীয় হায়নার যেকোন সময় বাংলাদেশের মানচিত্রে হামলে পড়তে পারে তাই দেশবাসীকে সর্বদা সজাগ থাকতে হবে। আওয়ামী দোসর নামক এসব শাহবাগীরা আবার দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালালে আমরা তাদের শক্ত হাতে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।

এর আগে মঙ্গলবার (১১মার্চ) ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ এর ব্যানারে দেশজুড়ে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে উত্তাল হয়ে উঠেছিল রাজধানীর শাহবাগ অঙ্গন। এসময় আন্দোলনকারী সাথে পুলিশ সদস্যদের মারামারি ঘটনা ঘটে। পরবর্তীত সন্ধ্যায় মশাল মিছিল করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাম ধারার রাজনৈতিক দলের ছাত্র সংগঠনসমূহ।

সেখানে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার বলেন, দেশজুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

লাকি আক্তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরসনের দাবিতে আগামী ১৫ মার্চ সকাল ১১টায় শাহবাগে গণমিছিল আয়োজন করা হবে।

উল্লেখ্য, লাকি আক্তার জগন্নথ বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজী বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন।