মধ্য আমেরিকার জুলিয়ায় মৃত্যু ২৮

শেয়ার বিজ ডেস্ক: মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এল সালভাদর ও গুয়াতেমালায়। খবর: এপি।

গত রোববার প্রলয়ঙ্করী ঝড়টি নিকারাগুয়ায় আঘাত হানে। এর প্রভাবে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। তুমুল বৃষ্টি ও বন্যার কারণে ১৩ হাজারের বেশি পরিবারকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

এরপর দৃশ্যত বিলীন হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে ফের শক্তি সঞ্চয় করে জুলিয়া। এর প্রভাবে গুয়াতেমালা ও এল সালভাদরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। পরে গুয়াতেমালার আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা।

এল সালভাদরের কর্তৃপক্ষ দেশটিতে পাঁচ সেনাসদস্যসহ ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহত সেনাসদস্যরা কোমাসাগুয়া শহরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে দেয়াল ধসে তাদের মৃত্যু হয়। দেশটিতে এক হাজারের বেশি মানুষকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে পূর্বাঞ্চলীয় গুয়াতাজিয়াগুয়া শহরে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া স্রোতের কবলে পড়ে এবং গাছচাপা পড়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

উদ্ধারকাজ চালাতে গিয়ে মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন সেনাসদস্যও রয়েছেন।

হন্ডুরাসেও পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে জুলিয়া। এর মধ্যে রোববার বন্যার পানিতে ভেসে এক নারী ও শনিবার রাতে নিকারাগুয়া সীমান্তের কাছে নৌকা উল্টো মারা যাওয়া চার বছরের একটি শিশুও রয়েছে। হন্ডুরাসের কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কবল থেকে বাঁচতে ৯ হাজার ২০০ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোয় হাজির হয়েছে।

এর বাইরে পানামায় তুমুল বৃষ্টির কারণে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। কোস্টা রিকার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে প্রায় ৩০০ জনের মতো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।