Print Date & Time : 13 August 2025 Wednesday 5:07 pm

মনজুর সাদেক খোশনবিশের মৃত্যুতে আমরা শোকাহত

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার বিশেষজ্ঞ, লেখক ও স্টক মার্কেট জার্নালের প্রধান সম্পাদক মনজুর সাদেক খোশনবিশ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনজুর সাদেক বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন।

মনজুর সাদেক খোশনবিশ বাংলাদেশের প্রথম পুঁজিবাজার-বিষয়ক দৈনিক পত্রিকা শেয়ার বিজ কড়চার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি বেশ কয়েকটি শেয়ারবাজার-বিষয়ক গ্রন্থের লেখক। এ ছাড়া তিনি বিভিন্ন সভা-সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি দেশের পুঁজিবাজার উন্নয়নের পথিকৃৎ ছিলেন। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে বরাবরই সরব ছিলেন তিনি। ১৯৫৭ সালের ২৫ জুলাই মনজুর সাদেক খোশনবিশ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছাইদুর রহমান খোশনবিশ এবং মা খালেদা বেগম।

গত রোববার রাজধানীর গুলশানে জানাজা শেষে টাঙ্গাইলে তাকে দাফন করা হয়।

মনজুর সাদেক খোশনবিশের মৃত্যুতে গভীরভাবে শোকাহত শেয়ার বিজ পরিবার। তিনি তার কর্মকুশলতায় বেঁচে থাকবেন বলে আমরা বিশ্বাস করি।