মন্টেনেগ্রোয় বন্দুকধারীর হামলা নিহত ১১

শেয়ার বিজ ডেস্ক: মন্টেনেগ্রোয় এক বন্দুক হামলায় দুই শিশু ও বন্দুকধারীসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর: রয়টার্স।

প্রাথমিক তদন্ত শেষে দেশটির প্রসিকিউটর আন্দ্রিজানা নাসটিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার ঘটনাটি ঘটে। মন্টেনেগ্রোর পুলিশ পরিচালক জোরান ব্রিডজানিন বলেন, এদিন বিকাল সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি শিকারের বন্দুক দিয়ে দুই সহোদরকে গুলি করে হত্যা করেন। একজনের বয়স ৮, অন্যজনের বয়স ১১ বছর। তাদের গুলিবিদ্ধ মা বিকালে একটি হাসপাতালে মারা যান। হামলাকারীর বয়স কোথাও ৩৪ ও কোথাও ৩৭ বছর বলা হয়েছে।

ঘটনার শিকার পরিবারটি বন্দুকধারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত। পারিবারিক বিরোধের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এই গুলির ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেননি জোরান। তবে তার নামের আদ্যক্ষর ভি বলে জানান এ কর্মকর্তা।

তিনজনকে গুলি করার পর বন্দুকধারী বাসা থেকে বের হয়ে যান। পরে সাত পথচারীকে হত্যা করেন। গোলাগুলির ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হন বলে জানান জোরান।

প্রসিকিউটর বলেন, ঘটনাস্থলে পৌঁছে আমরা ৯টি লাশ দেখতে পাই। তাদের দুজন শিশু। হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান। আমি শুধু এতটুকু বলতে পারি, একজন নাগরিকের (বেসামরিক) হাতে বন্দুকধারী নিহত হন।

তিনি আরও বলেন, কেন তিনি এই জঘন্য হামলা চালিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। কে তাকে প্ররোচিত করেছিল, সেটিও এখনই বলা যাচ্ছে না।

এর আগে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছিল, পুলিশ বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।

মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী দ্রিতান আবাজোভিচ গত শুক্রবার সন্ধ্যা থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন। এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট মিলো জুকানোভিচ। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।