শোবিজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মফিজের লাইফস্টাইল’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন এসএম শাহীন। মফিজের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও দারোয়ানের চরিত্রে তানভীর মাসুদ। তিন বউ ও নায়িকার চরিত্রে দেখা যাবে নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময় ও সুস্মি আহসানকে।এছাড়া এতে আরও অভিনয় করেছেন মিলন ভট্ট, দিলু মজুমদার, মীর শহীদ, দাউদ
নুর প্রমুখ। প্রসঙ্গত, মফিজের লাইফস্টাইল ধারাবাহিক নাটকটি মূলত সামাজিক প্রেক্ষাপটের। গল্পে দেখা যাবে, মফিজের তিন বউ। তারা বাসায় বাসায় কাজ করেন। তাদের আয়ের টাকা দিয়ে মফিজ আয়েশি জীবনযাপন করেন। তিন বউয়ের মধ্যে মাঝেমাঝে বিভিন্ন ধরনের ঝগড়া হয়। এখানে তিন বউয়ের চরিত্র তিন ধরনের। তাই এসব বিষয় নিয়ে বিড়ম্বনায় পড়েন মফিজ। এদিকে পাশের বাড়ির দারোয়ান শরীফ। তিনি প্রতিদিন মফিজের তিন বউকে পটাতে ব্যস্ত থাকেন এবং প্রতিদিন বিভিন্ন ধরনের উপহার দিয়ে তাদের বিয়ে করার প্রলোভন দেখান। অন্যদিকে মফিজ চতুর্থ বিয়ে করার জন্য ফিল্মের এক উঠতি নায়িকার পেছনে ছুটতে থাকেন। এভাবেই ঘটতে থাকে নানান ঘটনা। এমন হাস্যরসাত্মক গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। নেট মাল্টিমিডিয়া প্রযোজিত ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।
