মমেকের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের মোবারক আলী (৭৫), নেত্রকোনার পাপিয়া আক্তার (৭০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার নাসিম উদ্দিন (৭০)।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৬৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮ জনসহ। এর মধ্যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬৬৮টি নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ।