Print Date & Time : 3 September 2025 Wednesday 3:05 am

ময়মনসিংহে শনাক্তের সঙ্গে বেড়েছে কভিডে মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (২০ অক্টোবর থেকে গতকাল সকাল পর্যন্ত) কভিড-১৯ উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। এদিন করোনা-আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

এছাড়া কয়েক দিন ধরে করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় নেমে এলেও তা বেড়েছে বলে জানিয়েছে জেলার সিভিল সার্জন কার্যালয়।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ময়মনসিংহের চারজন ও কিশোরগঞ্জের একজন রয়েছেন। মৃতদের মধ্যে আছেন তিন পুরুষ ও দুই নারী।

তাদের নিয়ে চলতি মাসে মমেকে কভিড ও উপসর্গে ৮০ জনের মৃত্যু হলো। তবে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ছয়জন ভর্তিসহ ৬১ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আইসিউতে একজন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ছয়জন হাসপাতাল ছেড়েছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৫টি নমুনা পরীক্ষায় ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার চার দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৩৬ জন।