Print Date & Time : 12 September 2025 Friday 3:42 pm

ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ৭১ হাজার

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজ এইচএসসি পরীক্ষায় ২৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ হাজার ৯৪১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, ‘জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো হয়েছে।’  বোর্ডের একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। সেইসঙ্গে পরীক্ষা চলাকালে বোর্ডে কন্ট্রোল রুম চালু থাকবে, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা ত্বরিত ব্যবস্থা নেব। এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশনামতে, স্বাস্থ্যবিধি মেনে সব কেন্দ্রে পরীক্ষা নেয়ার জন্য সবাইকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করি আমরা ভালোভাবেই পরীক্ষা নিতে পারব।’