Print Date & Time : 2 August 2025 Saturday 9:54 pm

ময়লা ফেললেই পুরস্কার…

প্রতিনিধি, নাটোর: ‘যেখানে-সেখানে ময়লা ফেলবে যে পুরস্কৃত হবে সে’কী স্লোগান দেখে অবাক হচ্ছেন? আসলেই অবাক হওয়ার কথা। শুনতে অবাক লাগলেও কর্মসূচিটি একটু ব্যাতিক্রমধর্মী। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন ব্যাতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে।

মূলত জনসমাগম স্থানে যারা ময়লা-আবর্জনা নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে-সেখানে ফেলবে তাদের কাছে গিয়ে সংগঠনটির সদস্যরা বুঝিয়েছে যে, যেখানে-সেখানে ময়লা ফেলা উচিত নয়। এ বিষয়ে প্রতিজ্ঞা করার পর উপহার হিসেবে গাছের চারা তুলে দেয়া হয় তাদের হাতে।

গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কানাইখালী স্টেডিয়াম মাঠে বইমেলা প্রাঙ্গণে ৫০ জন মানুষের মাঝে পুরস্কার স্বরূপ একটি করে গাছের চারা তুলে দেয়া হয়।

জানা গেছে, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন। ২০১২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি নানা সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নানা সময় ব্যতিক্রমধর্মী নানা আয়োজন করে সবার নজর কাড়ে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ নাটোর, পাবনা, ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গায় একযোগে একটি বিশেষ কর্মসূচি পালন করে তারা।

এসব জেলার বিভিন্ন স্থানে ৫০ জন করে মোট ২০০ মানুষের মাঝে এ ক্যাম্পেইন চালানো হয় ও তাদের পুরস্কৃত করা হয়। ব্যতিক্রমধর্মী আয়োজনটি সবার মাঝে চাঞ্চল্য সৃষ্টি করে।

এ বিষয়ে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, আমাদের সংগঠন সবসময়ই ব্যাতিক্রম কিছু আয়োজন করার চেষ্টা করে। এজন্য আমরা চার জেলায় একযোগে এ কর্মসূচিটি বাস্তবায়ন করেছি।

সংগঠনটির নির্বাহী পরিচালক সুষ্ময় দাস জানান, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করছি।