নিজস্ব প্রতিবেদক: ড্রোন দিয়ে এডিস মশার লার্ভা শনাক্তে কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিস মশা নিধনে আগামী ৮ জুলাই থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় টানা একমাস ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
বুধবার (৫ জুলাই) সকালে মোহাম্মদপুরে ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম শুরুর সময় একথা জানান তিনি। আগামী চার দিনের মধ্যে পৃথক পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের বাসা বাড়িগুলো সার্ভে করা হবে।
ডেঙ্গুতে গেলো এক দিনে চলতি বছরের মধ্যে সবোর্চ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। এদিন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবোর্চ্চ ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম চারদিনেই ১৪ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত রোগে। এদিকে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫৫টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে উঠে এসেছে।