Print Date & Time : 17 September 2025 Wednesday 6:01 am

মসজিদ ও মাদ্রাসা উন্নয়নে মিনিস্টার চেয়ারম্যানের সহায়তা

মিনিস্টার মাইওয়ান গ্রæপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ চুয়াডাঙ্গার স্থানীয় মসজিদ এবং মাদ্রাসার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। সম্প্রতি চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ‘হাতি কাটার মোড় জামে মসজিদ’, ‘কালু ভান্ডার দোওয়া মাদ্রাসা’, ‘হাতি কাটা আদর্শ পাড়া নতুন জামে মসজিদ’, চুয়াডাঙ্গা পৌরসভা ২ নাম্বার ওয়ার্ডের ‘বুদ্ধিমান পাড়া আল আরিশ জামে মসজিদ’, আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নের পোলতাডাঙ্গা জামে মসজিদ, পোলতাডাঙ্গা বাজার জামে মসজিদ, নদীপাড়া জামে মসজিদ ও বলিয়ারপুর জামে মসজিদ এবং জেহালা ইউনিয়নের ‘বাইতুল সুজুদ জামে মসজিদ’ নির্মাণে নগদ অর্থ সহায়তা দেন রাজ্জাক খান রাজ। বিজ্ঞপ্তি