নিজস্ব প্রতিবেদক: মসলিন ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে কৌশলগত বিনিয়োগ চুক্তি করেছে ডেফটা পার্টনারস। সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে মসলিন ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি-উল-মারুফ মতিন এবং ডেফটা পার্টনারসের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জর্জ হারা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
স্থানীয় এবং বৈশ্বিক অভিজ্ঞতা ও নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে বলে আশা করা হচ্ছে। এ চুক্তির মাধ্যমে অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটকে সেরা সেবা দিতে চায় উভয়ই, যা সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় এনেছে।
নতুন আইনে মসলিন ক্যাপিটাল একটি অলটারনেটিভ ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে মূলধন ও বিস্তৃত নেটওয়ার্কের সুবিধা দিয়ে উৎসাহিত করা হবে। দেশের আর্থসামাজিক খাতে সরাসরি অবদান রাখতে কোম্পানিটি বদ্ধপরিকর।
ডেফটা পার্টনারস একটি পরিচিত অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার। যারা যুক্তরাষ্ট্র, হংকং, জাপান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে।