Print Date & Time : 8 July 2025 Tuesday 4:48 pm

মসিকের উদ্যোগে জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস পালিত

প্রতিনিধি, ময়মনসিংহ:‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’ এ প্রতিপাদ্যে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে সকালে মসিকের উদ্যোগে এক র‌্যালি বের হয়ে নগরভবন থেকে শুরু করে কাচারি মোড় প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়। মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র সামীমা আক্তার।

সভায় বক্তারা বলেন, নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে সবাইকে সচেতন করতে হবে। নগরবাসীকে সচেতন করতে মসিককে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।