মস্কো-তেহরানের অস্ত্র চুক্তি

শেয়ার বিজ ডেস্ক: মস্কো ও তেহরানের মধ্যে অস্ত্র-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফের জড়িয়ে পড়ল ইরানের নাম। কামিকাজে ড্রোনের পর এবার রাশিয়াকে উন্নত মানের মিসাইল দেয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক কর্তৃপক্ষ। খবর: দ্য গার্ডিয়ান।

রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। কিন্তু এবার দুই দেশের মধ্যকার অস্ত্র সরবরাহের চুক্তির কথা জানাল দেশটির কর্তৃপক্ষ। চলতি মাসে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে চলতি মাসের শুরুর দিকে মস্কোয় গিয়েছিলেন তারা। গত ৬ অক্টোবর রাশিয়া ও ইরানের মধ্যে অস্ত্র সরবরাহ-সংক্রান্ত এ চুক্তি স্বাক্ষর করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, আরও ড্রোন চেয়েছে রাশিয়া। তাছাড়া আগের তুলনায় উন্নত মানের মিসাইলও চেয়েছে রাশিয়া। এরই মধ্যে ইরানের কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনের নানা এলাকায় বিধ্বংসী হামলা চালাচ্ছে রাশিয়া।

ইরানের তরফে আরও বলা হয়েছে, শুধু অস্ত্র রপ্তানিই তাদের লক্ষ্য। সেই অস্ত্র কোথায় ও কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা বিবেচনায় নেই বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পক্ষপাতিত্ব করছে, ইরান মোটেও তেমন আচরণ করছে না। বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হোক, ইরান সেটাই চায় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে অস্ত্র উৎপাদন করতে পারছে না রাশিয়া। নানা ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এজন্য অস্ত্র তৈরির কাঁচামাল পাচ্ছে না মস্কো। তাই অস্ত্র পাওয়ার জন্য ইরান বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর ওপর রাশিয়াকে নির্ভর করতে হচ্ছে।

প্রসঙ্গত, রাশিয়া ও ইরানের এ সমঝোতা চুক্তি চাপ বাড়াবে যুক্তরাষ্ট্রে। এ দুই দেশের বন্ধুত্বকে বরাবর ‘শয়তানের অক্ষ’ বলে অভিহিত করে এসেছে ওয়াশিংটন। তাই রাশিয়া-ইরান হাত মেলালে বিপাকে পড়বে যুক্তরাষ্ট্র।