শেয়ার বিজ ডেস্ক: মহাকাশে তিনটি রকেটবাহী একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান। গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিভাগের মুখপাত্র আহমদ হোসেইনি এ তথ্য জানিয়েছেন। খবর: আল জাজিরা।
মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানায়, এর আগে কয়েকবার রকেট উৎক্ষেপণের চেষ্টা করলেও ইরান ব্যর্থ হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের মুখপাত্র আহমদ হোসেইনি বলেন, সিমোর্গ রকেটবাহী স্যাটেলাইট তিনটি যন্ত্র নিয়ে সফলভাবে মহাকাশে রওনা দিয়েছে। প্রথমবারের মতো একই সঙ্গে তিনটি রকেট উৎক্ষেপণ করা হলো। প্রতি সেকেন্ডে রকেটগুলোর গতি সাত হাজার ৩৫০ মিটার। তবে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছেছে কি না, তা জানাননি তিনি।
মধ্যপ্রাচ্যে বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলমান রয়েছে ইরানে। অতীতে বেশ কয়েকবার স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেয়া হয়। কিন্তু কারিগরি জটিলতার কারণে একটি কক্ষপথে পৌঁছাতে পারেনি। এবার হোসেইনি বলেন, এ উৎক্ষেপণের গবেষণা উদ্দেশ্য অর্জিত হয়েছে। এটি ছিল পরীক্ষামূলক। শিগগির কর্মক্ষম উৎক্ষেপণ চালানো হবে।
চলতি বছর শুরুর দিকে আরও একবার স্যাটেলাইট উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে ইরান। গত ফেব্রুয়ারিতে দেশটির একটি মরুভূমিতে ওই পরীক্ষা চালানো হয়। তখন ইরানের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। তখন রকেট উৎক্ষেপণের ভিডিও ফুটেজও দেখানো হয়। তখনও কোন এলাকায় ও কখন এটি উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয়, তা উল্লেখ করা হয়নি। তখন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশীয় প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম ‘জুলজানাহ’ নামের রকেটটি ২২০ কেজি ওজনের যে কোনো স্যাটেলাইটকে ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে পারবে।
তখনও আহমাদ হোসেইনি বলেছিলেন, রকেটটিতে সর্বাধিক শক্তিশালী কঠিন জ্বালানি ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইরানি বিজ্ঞানীরা প্রথমবারের মতো কঠিন জ্বালানি ব্যবহার করে মহাকাশে রকেট পাঠাতে সক্ষম হলেন। আরও আগে ২০২০ সালের এপ্রিলে প্রথমবারের মতো নূর নামে একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে ইরান।