মহাকাশে নারী নভোচারী পাঠাবে সৌদি আরব

শেয়ার বিজ ডেস্ক: মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাবে সৌদি আরব। ২০২৩ সালের মধ্যে সৌদি স্পেস কমিশনের নতুন মহাকাশ-বিষয়ক কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেবে দেশটি। খবর: আরব নিউজ।

এই ঘটনাকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে উল্লেখ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, গত বৃস্পতিবার মহাকাশচারী কর্মসূচির ঘোষণা বলা হয়েছে, যোগ্য ও অভিজ্ঞ সৌদি নাগরিকদের দীর্ঘ ও স্বল্পমেয়াদি মহাকাশ ফ্লাইট, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, আন্তর্জাতিক গবেষণা ও ভবিষ্যতের মহাকাশ-বিষয়ক মিশন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে।

মহাকাশ খাতে যোগ দিতে এবং এই খাতের গবেষণায় অবদান রাখতে চায় সৌদি সরকার। নাগরিকদের এই খাতে সুযোগ-সুবিধা বাড়ানো তাদের লক্ষ্য।

সৌদি ভিশন-২০৩০-এর একটি অংশ এই মহাকাশ যাত্রা। এতে তাদের দুজন মহাকাশচারীকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এজন্য ইলন মাস্কের স্পেসএক্সের কাছ থেকে দুটি ক্যাপসুল কেনা হবে। নভোচারীরা এক সপ্তাহ মহাকাশে অবস্থান করবেন। আগামী মাসগুলোয় এ সম্পর্কে বিস্তারিত জানাবে দেশটির ন্যাশনাল স্পেস এজেন্সি।

প্রসঙ্গত, সৌদি স্পেস কমিশনের চেয়ারম্যান দেশের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আবদুল্লাহ বিন আমের আলসওয়াহা। তিনি ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে মহাকাশ সংস্থা চালু করেছেন।