শেয়ার বিজ ডেস্ক: দ্বিতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে সামরিক স্যাটেলাইট পাঠানোর দাবি করেছে ইরান। গতকাল নুর-২ নামের এ স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয় বলে জানায় ইরানের ইসলামিক রেভোলুশনারি গার্ড কর্পস (আইজিআরসি)। খবর: দ্য ওয়াশিংটন পোস্ট।
ফার্সি শব্দ থেকে নেয়া হয়েছে নুর শব্দটি। এর অর্থ আলো।
দেশটির সরকারি বার্তা সংস্থা দ্য ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ) বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, নুর-২ নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে পাঠাতে সক্ষম হয়েছে। এদিকে ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি আবার সক্রিয় করার আলোচনা চলছে। এ সংলাপ গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। এমন সময় কক্ষপথে সামরিক স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিল তেহরান।
এই স্যাটেলাইট পাঠানো ইরানের সেনাবাহিনীর বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। গার্ড কর্পসের জেনারেল হোসেইন সালামি বলেন, বিশাল অর্জন আমাদের। আমরা আবার মহাকাশ থেকে পৃথিবী দেখতে পারব। তবে এতে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এরই মধ্যে জানিয়েছে, কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে যে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করা হয়, সেই একই প্রযুক্তি দিয়ে তেহরান দীর্ঘ পাল্লার অস্ত্রও উৎক্ষেপণ করতে পারে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।
এর আগে প্রথম সামরিক স্যাটেলাইট নুর ২০২০ সালের এপ্রিলে কক্ষপথে পাঠায় ইরান। এটি ভূপৃষ্ঠ থেকে ৪২৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথ প্রদক্ষিণ করছে। নুর-২ ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ করবে। ইরানের উত্তরপূর্বাঞ্চলের শাহরুদ মরুভূমি থেকে এটি
উৎক্ষেপণ করা হয়। দেশটির তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ইসা জারেপৌর বলেন, এরই মধ্যে স্যাটেলাইট থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে।