মহাব্যবস্থাপক পদে মাজেদা খাতুনের পদোন্নতি

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাজেদা খাতুনকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে সম্প্রতি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ন্যস্ত করা হয়। মহাব্যবস্থাপক পদে পদোন্নতি হওয়ার আগে তিনি করপোরেশনের প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ডিভিশন এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা (উপমহাব্যবস্থাপক) হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ সালে সিনিয়র অফিসার হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) কর্মজীবন শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (স্নাতক) ও এমএসসি (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। তিনি একজন সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট। বিজ্ঞপ্তি