মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ৪৭ বস্তা চাল উদ্ধার

প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জহুরা বেগমের বাড়ি থেকে সরকারি (ভিজিডি) ৪৭ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন মহিলা মেম্বার জহুরা বেগমের বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়।

চৌহালী উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. আফসানা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিলা মেম্বার জহুরা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের মধ্য থেকে ভিজিডির ৩০ কেজি ওজনের ৪৭ বস্তায় (১৪১০ কেজি) চাল উদ্ধার করা হয়।