মহেশখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম, লোডশেডিং ও হয়রানির অভিযোগে প্রতিবাদী মানববন্ধন করেছেন স্থানীয়রা। ঘোষণা ছাড়া বিদ্যুৎ না দেয়ার কারণে গতকাল শুক্রবার বিকালে মহেশখালীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মহেশখালী পল্লী বিদ্যুৎ কক্সবাজার-দোহাজারী রেললাইন প্রকল্পে উন্নয়ন কাজ করার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার ঘোষণা দেয় ১২ ঘণ্টা। কিন্তু সময় গড়িয়ে গেলেও বিদ্যুৎ দেয়নি। বরং সময় দিয়ে বারবার মানুষকে ধোঁকা দিয়েছে এবং প্রতিনিয়ত হয়রানি করছে। সন্ধ্যা ৬টার বিদ্যুৎ দিয়েছে রাত দেড়টায়, যা ডিজিএমের দায়িত্বে অবহেলা ছাড়া কিছু নয়।

তাছাড়া প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করেও গ্রাহকদের মাস শেষে গুনতে হচ্ছে হাজার টাকা। এ ভুতুড়ে বিলের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে।

বক্তারা আরও বলেন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা

গরিবের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিন্তু প্রভাবশালীদের বকেয়া থাকলেও কোনো পদক্ষেপ নেন না। আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই এবং শিগগির তাদের এ হয়রানি বন্ধ করতে হবে।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের মিটার রিডাররা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় না গিয়ে অফিসে বসে তাদের মনগড়া বিদ্যুৎ বিল তৈরি করেন বলে অভিযোগ স্থানীয়দের।

মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক আমিনুল হক, সাংবাদিক এসএম রুবেল, মো. নুরুল হুদা, শাকের উল্লাহ সাগর, নুরুল আবচার প্রমুখ।