সাড়ে ৩ হাজার পরিবারের ১৫ হাজার মানুষ বাস্তুহারা হবে, বিলুপ্ত হবে ৯টি গ্রাম

মহেশখালীর ধলঘাটায় জমি অধিগ্রহণ বন্ধের দাবীতে মানববন্ধন

oplus_2

প্রতিনিধি, কক্সবাজারঃ “আর এক ইঞ্চি জমিও অধিগ্রহণ নয়” এই স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বাসিন্দারা। পরিবেশ, বসতঘর ও কৃষি জমি ধ্বংস করে অপরিকল্পিত প্রকল্প করছে সরকার, সেই প্রকল্প বাতিল করার জোর দাবী জানান তারা।

৮ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩ টায় ধলঘাটা ইউনিয়নের মহুরীঘোনা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, ইকোনমিক জোনের জন্য ১২০০ একর ও বন্দরের জন্য ২৬৩ একর ত্রিফসলা জমি ধলঘাটা থেকে অধিগ্রহণ করা হয়েছে। এখন বন্দরের পরিধি বাড়ানোর জন্য আরো ৬১৩ একর জমি অধিগ্রহণের চেষ্টা করছে। এই জমি অধিগ্রহণ করলে প্রায় সাড়ে ৩ হাজার পরিবার উচ্ছেদের পাশাপাশি কৃষি জমি নষ্ট হবে। বিলুপ্ত হবে নয়টি পাড়া। পাড়া গুলো হলো- নাছির মুহাম্মদ ডেইল, উত্তর মহুরীঘোনা, খোন্দকার পাড়া, বুড়ির পাড়া, বনজামিরা ঘোনা, পানিরছড়া, দক্ষিণ মহুরীঘোনা, খিসরো বনিয়া, লম্বা পাড়া। এসময় ধলঘাটা রক্ষায় সম্মিলিত প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন, সিরাজুল মোস্তাফা, কামাল উদ্দিন জানান, পরিকল্পিত ভাবে মরণঘাতি প্রকল্প স্থাপনের মাধ্যমে ধলঘাটা ইউনিয়নের বাসিন্দাদের উচ্ছেদ করতে ছক আঁকা হয়েছে। এখানে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ১০৫ একর এবং এলপিজি প্রকল্পের জন্য ৯০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে। যে জমি গুলো ত্রিফসলা জমি এবং বর্তমানে সেখানে লবন, মাছ ও কাঁকড়া চাষ হচ্ছে।

তারা আরো বলেন, প্রকল্প গুলো বাস্তবায়ন হলে ১৫ হাজার মানুষ বাস্তুহারা হবে। লবন, জেলে, ব্যবসায়ী, দিনমজুরসহ পেশা হারাবে প্রায় ৭ হাজার মানুষ। তাই আমরা এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি না, দরকার পড়লে রক্ত দিবেন।”

ধলঘাটা ভূমি আন্দোলনের সমন্বয়ক আবদুল মান্নান রানার সঞ্চালনায় এবং আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে নুরুল আবছার, সিরাজুল মোস্তাফা, আবুল বশর, রশিদ আহমদ, ছাবের হোসেন, আবদুল হামিদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন, সিইএইচআরডিএফ’র প্রধান নির্বাহী ইলিয়াস মিয়া ও উপপ্রধান সমন্বয় ডিভিশন রুহুল আমিন।