Print Date & Time : 12 September 2025 Friday 9:26 am

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে সড়ক দুর্ঘটনায় তোজাম্মেল হোসেন (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

গতকাল সকালে মহেশপুর-বাথানগাছী সড়কের বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোজাম্মেল হোসেন বাথানগাছী গ্রামের মছেদ আলি বিশ্বাসের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চৌগাছা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তোজাম্মেল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।