প্রতিনিধি, ঝিনাইদহ: রাতের অন্ধকারে চোরাইপথে ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল শনিবার ভোররাতে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কানাইডাঙ্গা এলাকা থেকে ১৩ জন পুরুষ, চারজন নারী ও চারজন শিশুকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গত শনিবার ভোর রাতে চোরাইপথে ভারতে যাওয়ার সময় সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের মেহগনী বাগান থেকে খুলনা জেলার এরশাদ আলী গাজীরের ছেলে আনোয়ার গাজী (৩৫), স্ত্রী সখিনা বেগম (৩০), মেয়ে রুকাইয়া গাজী (৩), ছেলে আব্দুল্লাহ (২), যশোর জেলার বিরাট সমাজপতির স্ত্রী শিখা রানী সমাজপতি (৪০), মেয়ে রিয়া সমাজপতি, ছেলে তীপ্ত সমাজপতি, ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), নড়াইল জেলার শাহাদাৎ হোসেনের মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিত্তরঞ্জন মণ্ডলের স্ত্রী ঊষা রানী মণ্ডল (৬০), যশোর জেলার বেনাপোলের কেরামত মণ্ডলের ছেলে আলম মণ্ডল (৪৭), একই স্থানের লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেট জেলার কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১) সাহাবুদ্দিনের ছেলে সাইফুল আলম (৩০), সুনামগঞ্জ জেলার আবদুল কুদ্দস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০), গোপালগঞ্জ জেলার গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩), রুহুল আমিনের ছেলে হুমায়ূন কবীর (৪৪) ফরিদপুর জেলার সালাম মিয়ার ছেলে রাজা (৪০), কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), কক্সবাজার জেলার আহম্মেদের ছেলে জমির আহম্মেদ (৩০)। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে রাকিবুল ইসলাম (৩১) আটক করা হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলে জানান মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।