মাইকেল মধুসূদনের জন্মবার্ষিকী আজ

 

যশোর প্রতিনিধি: আধুনিক বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জš§বার্ষিকী আজ ২৫ জানুয়ারি। এ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ পাড়ে সাগরদাঁড়িতে বসেছে সপ্তাহব্যাপী মধুমেলা। ২১ জানুয়ারি মধুমেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।

যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। তার বাবা সাগরদাঁড়ি গ্রামের জমিদার রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবী। তার বাবা সপরিবারে কলকাতার খিদিরপুরে বসবাস শুরু করেন। সেখানে কবি ইংরেজি ভাষার প্রতি দুর্বল হয়ে পাড়ি জমান ফ্রান্সে। বিদেশি ভাষায় জ্ঞানার্জন করার পাশাপাশি ওখানে বসেই তিনি রচনা করেন বাংলায় সনেট বা চতুর্দশপদী কবিতা। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার একটি হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।