Print Date & Time : 9 September 2025 Tuesday 1:33 am

মাইক্রোসফটের তিন পার্টনার অ্যাওয়ার্ড লাভ ইজেনারেশনের

সফটওয়্যার টেকনোলজি প্রতিষ্ঠান ইজেনারেশন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ মাইক্রোসফট টিম এক্সিলেন্স ২০২২ পার্টনার অব দ্য ইয়ার’, ‘বাংলাদেশ মডার্নওয়ার্ক ২০২২ পার্টনার অব দ্য ইয়ার’ এবং ‘এসএপিঅন অ্যাজিউর ২০২২ পার্টনার অব দ্য ইয়ার’Ñএ তিন ক্যাটেগরিতে প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করা হয়। ইজেনারেশনের  হেড অব স্ট্র্যাটেজি সাব্বির সাকির এবং ইজেনারেশনের মাইক্রোসফট ক্লাউড সলিউশন আর্কিটেক্ট শামীম আহমেদ পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি